

শাহিন হাওলাদার (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে অন্যের জমি জবর দখল করতে মা-মেয়েকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত গৃহবধূ শাহনাজ পারভীন (৪৮) ও তার কণ্যা লাকি বেগম (২৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী মোঃ দেলোয়ার হোসেন বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রবিবার (৭ মে) বেলা ১২.৪৫ টার সময় উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের মোঃ দেলোয়ার হোসেন ৪৯ নং দুধলমৌ মৌজায় জেএল বিএস খতিয়ান নং-২৩৩৯, বিএস ৯৩৫ নং দাগে ১০ শতাংশ জমি পৈত্রিক ও সাবকবলা মূলে প্রাপ্ত হয়ে গাছপালা রোপন করিয়া ও বাড়িঘর নির্মাণ করে ভোগ করছেন।একই গ্রামের মৃত আবদুল হাকিম হাওলাদার পুত্র মোঃ শফিকুল ইসলাম মনির উক্ত জমি নিয়ে বিরোধ সৃষ্টি করিলে মোঃ দেলোয়ার হোসেন বিজ্ঞ আদালতে এমপি মামলা নং-৩২১/২০১৯ ও ১৩৩/২০২০ দায়ের করিলে মামলায় তিনি রায় পান। এছাড়াও এনিয়ে থানায় লিখিত অভিযোগ দিলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন সালিশ বৈঠকে মিলিত হয়ে সমাধান করে দেয়।
মোঃ দেলোয়ার হোসেন তার জমিতে পুকুর কেটে পাড়ে আম, পেয়ারা আমড়া ও কলা গাছ রোপন করিলে ৭ মে বেলা ১২.৪৫ টার সময় সফিকুল ইসলাম মনিরের নেতৃত্বে ৮-৯ জন হাতে দা ও লাঠিসোঠা নিয়ে উক্ত জমিতে রোপন করা ফল বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কেটে সাইনবোর্ড লাগিয়ে জমি দখল করার অপচেষ্টা করে। এ সময় তাদেরকে বাঁধা দিতে গেলে গৃহবধূ শাহনাজ পারভীন ও তার কণ্যা লাকি বেগমকে পিটিয়ে জখম করে।
মোঃ দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তিনি এ বিষয়ে সহযোগিতা পেতে উর্দ্ধতন প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান এ বিষয়ে থানায় লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। কাউকেই অন্যের জমি দখল করতে দেয়া হবেনা। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।