দেশজুড়ে

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বড়লেখা শাখার উদযাপন কমিটি গঠন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচা বড়লেখা শাখার উদযাপন কমিটি গঠন

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ

আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। দিবসটি পালন ও মাসব্যাপী কর্মসূচি সফল করতে ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ৯ সেপ্টেম্বর পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমানের পরিচালনায় নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) সহ-সভাপতি আব্দুল আজিজ’কে আহবায়ক ও কার্যনির্বাহী সদস্য অজিত রবি দাস’কে সদস্য সচিব মনোনীত করে আহ্বায়ক উদযাপন (আংশিক) কমিটি গঠন করা হয়।

সভা শেষে উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ ১৫ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটির তালিকা সভাপতি মন্ডলির নিকট প্রেরন করেন। পরে অনুমোদনকৃত পূর্ণাঙ্গ উদযাপন কমিটি ১৮ সেপ্টেম্বর রাতে ভার্চুয়ালি ঘোষণা করেন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, রমা কান্ত দাস, ওলিউর রহমান পারভেজ, এনাম উদ্দিন, আব্দুল হামিদ ও যুগ্ম সদস্য সচিব গণেশ কর, জমির উদ্দিন।
সদস্য শাকিল আহমদ, আফজাল হোসেন রুমেল, শাহাব উদ্দিন, আবু আহমদ উবায়দা, এহসান আহমদ এবং ছায়দুল আহমদ। এছাড়াও পদাধিকার বলে কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উদযাপন কমিটির সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকবেন এবং সভাপতি মন্ডলী ও সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সর্বময় দিকনির্দেশনা প্রদান করবেন।

উল্লেখ্য, নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এবারও ৭ম বারের মতো দিবসটি পালিত হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তাছাড়া সড়ক দুর্ঘটনা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচী। নিসচা বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে তারুণ্য নির্ভর আহ্বায়ক উদযাপন কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button