জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড় হচ্ছে মানুষ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও নাচোল মহানন্দা নদীর ব্রিজের দাবি


ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ও নাচোল দুই উপজেলার মধ্যে অবস্থিত মহানন্দা নদীর মল্লিকপুর ঘাটের শরীর পেঁচিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। আর এই নদী পারাপারে ভুগছেন অনেক শিক্ষা প্রতিঠানের শিক্ষার্থী সহ ব্যাবসায়ী, পথযাত্রী, দিনমজুর থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। প্রয়োজনের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের তৈরি নৌকায় এখনো ঝুঁকি পূর্ণ জলপথ পাড়ি দিচ্ছেন ভুক্তভোগী মানুষেরা। ইতিপূর্বে বেশ কয়েকবার নদীটির উপর সমীক্ষা চালিয়েছিল জেলা প্রকৌশল অধিদপ্তর। সর্বশেষ তারা ব্রীজের জন্য নির্ধারিত স্থান নির্বাচন করে মল্লিকপুরের চকনরেন্দ্র মল্লিকপুর ঘাট। এবং এর উপর দিয়ে সেতু নির্মাণের জন্য স্কেচ করে জেলা প্রকৌশল অধিদপ্তর। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এলাকাবাসীদের উপস্থিতিতে স্কেচ অনুযায়ী নদীর উপর দিয়ে মাপ-জোক নিতে দেখা যায়। আর তাই এবারে আশার আলো দেখছেন স্থানীয় অধিবাসিরা। স্থানীয় অধিবাসি মোঃ সোহেল এই প্রতিবেদককে জানান, ২০০৭ সাল থেকে একটি ব্রীজের জন্য দাবী জানিয়ে আসছিলেন এখানকার দূর্দশাগ্রস্থ মানুষেরা। এই ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ২-৩হাজার মানুষ পারাপার করে। তাছাড়া এই জায়গাটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি উপজেলার মানুষের মিলনস্থল। অতএব, এখানকার অধিবাসিদের পারাপারের জন্য এই ব্রীজটি নির্মাণে প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান। এলাকার প্রবীণ ব্যক্তি মো. সানাউল ইসলাম জানান, ছোট ছোট শিশু বাচ্চারা প্রতিদিন নদী পাড়ি দেয় পড়ালেখার উদ্দেশ্যে। তাছাড়া চাষাবাদের জন্যও এলাকার বেশিরভাগ মানুষকেই নদীর ওপারে যেতে হয় প্রতিদিন। যা রীতিমত কষ্টকর ব্যাপার। চাঁপাইনবাবগঞ্জের আরো নিউজ দেখতে ক্লিক করুন এখানে…….প্রতারণার অভিযোগে আউস এনজিওর মালিকসহ গ্রেপ্তার৬। জেলা প্রকৌশলী মোহাঃ মোজাহার আলীকে প্রস্তাবিত এই ব্রীজের কাজ কবে নাগাদ হবে এমন প্রশ্নের জবাবে তিনি এই প্রতিবেদককে জানান, আগমী ২বছরের মধ্যেই ব্রীজের কাজ হবে। তিনি আরও বলেন, প্রস্তাবিত এই ব্রীজের দৈর্ঘ্য ৪০৮ মিটার ও প্রস্থ ০৭, মিটার হবে। আগমী ৩ মাসের মধ্যেই টেন্ডার ড্রাফট হবে বলে তিনি জানান।