জীবনে নতুন সুযোগ পেয়েছি: সুস্মিতা
বলিউড তারকা সুস্মিতা সেন। সম্প্রতি হার্ট অ্যাটাক থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।


বিবিএস বিনোদন ডেস্ক: বাসায় ফিরেই গত কয়েকদিন নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়ংকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তার মাধ্যমে সুস্মিতা বলেন, ‘ জীবনে নতুন সুযোগ পেয়েছি। আমি জানি,আমার এমন ঘটনার পর আপনাদের মধ্যে অনেকেই জিমে যাওয়া বন্ধ করে দেবেন, ভাববেন এটা কোনও উপকারে আসে না। কিন্তু এই ধারণা ভুল। এটা অনেক উপকারী। আমি অনেক বড় হার্ট অ্যাটাক থেকে বেঁচে ফিরেছি। ৯৫ শতাংশ ব্লকেজ ছিলো। এরপরও আমি বেঁচে গেছি, কারণ আমি একটি সক্রিয় জীবনযাপন করি। এই হার্ট অ্যাটাক আমার মধ্যে কোনও ভয় তৈরি করেনি বরং আমার মনে এখন সামনে এগিয়ে যাবার প্রত্যয় রয়েছে।’
Google News গুগল নিউজে বিবিএস নিউজ 24’র খবর পড়তে ফলো করুন
এসময় সুস্মিতা আরো যোগ করেন, ‘হার্ট অ্যাটাক শুধু পুরুষদেরই হয় না, নারীদেরও হয়। সেই সঙ্গে এটি নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই; সতর্ক থাকাটা গুরুত্বপূর্ণ। যখন আপনি জীবনে নতুন সুযোগ পাবেন, সেটাকে সম্মান করুন এবং শরীরচর্চার মাধ্যমে নিজের মনোবল আরও শক্ত করে তুলুন।’
২০২০ সালে ‘আরিয়া’ সিরিজের প্রথম সিজন মুক্তি পায় ডিজনি প্লাস হটস্টার-এ। দর্শকের বিপুল সাড়ার পর ২০২১ সালের ডিসেম্বরে আসে এর দ্বিতীয় সিজন। সেটিও পেয়েছে প্রশংসা। সিরিজটির নাম ভূমিকায় আছেন সুস্মিতা সেন।