জুড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়


মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ীতে জুড়ী থানার নবাগত ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। গত শনিবার (২২/অক্টোবর/২০২২)ইং রাত ৯ ঘটিকায় জুড়ী থানার কনফারেন্স রুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, মতবিনিময় এ উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাব সভাপতি (দৈনিক গণমুক্তি) প্রতিনিধি মোহাম্মদ আলী,সাংগঠনিক সম্পাদক (দৈনিক আমাদের নতুন সময় ও ডেইলি সিটিজেন টাইমস) প্রতিনিধি জালালুর রহমান, কোষাধ্যক্ষ (দৈনিক সন্ধ্যাবানীর)স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাহাদ,প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন (দৈনিক ভোরের সময়) প্রতিনিধি,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক মৌলভীবাজার বার্তা ও এই আমার দেশ) বিশেষ প্রতিনিধি,সদস্য আব্দুল হামিদ (দৈনিক একুশে সংবাদ) প্রতিনিধি প্রমুখ। জুড়ী থানার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নবাগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।