জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে জাহিদ সরোয়ার টিটু কাজী সকলের কাছে দোয়া প্রার্থী


মোঃদিদারুল ইসলাম বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
আসন্ন ১৭অক্টোবার বাগেরহাট জেলা পরিষদ নির্বাচন ২০২২ উক্ত নির্বাচনী এলাকা সদরউপজেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা,কাড়াপাড়া -বেমরতা,গোটাপাড়া-বিষ্ঞপুর, বারোইপাড়া-যাত্রাপুর,ষাটগুম্বজ -খানপুর,রাখালগাছি,ও ডেমা ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী বাগেরহাট সদর উপজেলা যুবলীগ এর যুগ্ন-আহবায়ক ও জেলা পরিষদ এর বার বার -নির্বাচিত সদস্য জাহিদ সরোয়ার টিটু কাজী সকলের কাছে দোয়ো ও আর্শিরবাদ কামনা করেন।
১৭ই অক্টোবার নির্বাচন প্রসঙ্গে কাজি সরোয়ার টিটু কাজী বলেন, আমার নির্বাচনী এলাকা সদরউপজেলা পরিষদ, বাগেরহাট পৌরসভা,কাড়াপাড়া -বেমরতা, গোটাপাড়া-বিষ্ঞপুর, বারোইপাড়া-যাত্রাপুর,ষাটগুম্বজ -খানপুর,রাখালগাছি,ও ডেমা ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ড।
আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই।নির্বাচনে উপজেলার সবার সহযোগিতা ও দোয়া কামনা করি। আমি পূনরায় নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো। আর সরকারের উন্নয়ন কাজগুলো বাস্তবায়নের অংশ হিসেবে বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদসদস্য শেখ সারহান নাছের তন্ময় এমপি মহদয়ের এর পাশে থাকতে চাই। বাগেরহাট সদর উপজেলায় জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সোচ্চার ভুমিকা রাখব।
আপনারা আমাকে তালা মার্কায় ভোট দিয়ে পূণরায় ওয়ার্ড বাসির সেবা করার সুযোগ দিন।