খুলনা

সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ক কমিটির বর্ধিত সভা

জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ক কমিটির বর্ধিত সভা

মো: আজিজুল ইসলাম(ইমরান)
সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত।

শনিবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছাইফুল করিম সাবু ‘র সভাপতিত্বে জেলা শ্রমিকলীগ সম্মেলনর প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক,বিকাশ চন্দ্র দাশ, সাহাঙ্গীর হোসেন সাহীন প্রমুখ।

এসময় জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছাইফুল করিম সাবু বলেন, আমরা যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবাসি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি আমরা সকলেই জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে বাংলার মসনদে বসাবো।

জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। সাধারণ শ্রমিকরাই আমাদের শক্তি। আমরা যারা দায়িত্বে আছি আগামীতে নতুন প্রজন্মের নেতৃত্বে একটি শক্তিশালী শ্রমিকলীগ প্রতিষ্ঠা করে যেতে চাই।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর শ্রমিক লীগের জহর আলী, পাটকেলঘাটা শ্রমিক লীগের বাবলুর রহমান, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদুর রহমান খান, কলারোয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেবহাটা শ্রমিক লীগের আবু তাহের,আশাশুনি শ্রমিক লীগের ঢালী সামসুল আলম, কালিগঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, তালা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউর রহমান ডানলাপ, শ্যামনগর শ্রমিক লীগের মোহাম্মদ আলী প্রমুখ। বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি নেতৃত্বে আগামী ১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত ও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, ফজর আলী সবুজ, সদস্য আজিবুর রহমান আলিম, মোঃ কবিরুল ইসলাম, শেখ আজাদ আলী, মনজুরুল,শহিদুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, শেখ মোকসুর রহমান, সাইফুল ইসলাম, মাসুম বিল্লাহ, মিলন হোসেন, আবুল কালাম, আজহারুল, ফিরোজ হোসেন, মিজানুর রহমান, বাবলু কারিকর সহ জেলা শ্রমিকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতা কর্মীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button