মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরিশাল নথুল্লাবাদ বাজারে ঝাঁটকা অভিযানে হেনস্তার শিকার মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস।
সোমবার রাত ৭:৩০ মিনিটে নথুল্লাবাদ বাজারে মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাসের নেতৃত্বে এয়ারপোর্ট থানার এসআই ইদ্রিস আলী টিমসহ ঝাঁটকার অভিযানে দুই মাছ ব্যবসায়ী রাকিব এবং হানিফ তাদের কাছ থেকে ঝাঁকটা জব্দ করে মৎস্য কর্মকর্তা।https://bbsnews24 com
এ সময় মৎস্য কর্মকর্তার উপর বিক্ষুদ্ধ হয়ে মাসোয়ারা বিটের টাকা নেয়ার অভিযোগ তুলে প্রকাশ্যে সাথে থাকা মৎস্য কর্মকর্তার ড্রাইভারকে মারধর করে মৎস্য কর্মকর্তা বিমলকে টেনাহেচরা করা হয়। বিষয়টি ততক্ষণে ছড়িয়ে পরলে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল ঘটনাস্থলে আসলে সালিস মিমাংসার মাধ্যমে দুই পক্ষকে একত্রিত করে মিলিয়ে দেয় মেসার্স ফাহিম মৎস্য আড়ৎ এর প্রোঃ মোঃ ফোরকান মিয়া।
এ বিষয় মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, জলা মাজিস্ট্রেটকে অবহিত করে অভিযান চলাকালে মৎস্য ব্যবসায়ীদের থেকে ঝাঁটকা উদ্ধার করলে কিছু বিক্ষুব্ধ জনতা আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে হেনস্তার চেষ্টা করে। পরবর্তীতে আমার সিনিয়ররা এসে বিষয়টি মিমাংসা করেন।