বরিশাল
ঝালকাঠিতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষীকি পালিত


কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠিতে বর্নাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই স্থানে গিয়ে মিলিত হয়। পরে সেখানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহাম্মুদ, জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব মো. সুমন তালুকদার, সাবেক আহবায়ক হারুন অর রশীদ।