বরিশাল

ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে।

রোববার (২৮মে) সকাল সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী চত্তরে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমমেদ পলক এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি।

ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন
ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প পরিচালক ও অতিরিক্ত মহা পরিচাল তথ্য ও প্রযুক্তি বিভাগ এস.এ.এম রফিকুল নবী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান।

ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন
ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার উদ্বোধন

মেলায় দেশের প্রথম সারির ২০টির অধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলায় আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমতো আবেদন, স্বাক্ষাৎকার এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনা অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button