ঝালকাঠিতে রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট ডিজাস্টার রেসপনস টিমের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন


কামরুল হাসান মুরাদ :: ঝালকাঠিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম এর চার দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পান্না।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঝালকাঠি ইউনিটের কর্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি ঝালকাঠি ইউনিটের যুব প্রধান সাথি আক্তার।
ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স টিম এর সদস্য তানজিম হাসান, আব্দুল্লাহ আল তানজিল, মুস্তাকিম বিল্লাহ মুহিত কর্মশালা পরিচালনা করেন। রেড ক্রিসেন্ট সোসাইটির ২৫ জন সদস্য এ কর্মশালায় অংশ নেয়।
দূর্যোগ কালি সময়ে উদ্ধার তৎপরতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য দক্ষ কর্মীবাহিনী তৈরি করা লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।