বরিশাল

ঝালকাঠির খয়রাবাদ নদীতে সেতু নির্মাণ 

কামরুল হাসান মুরাদ, ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীতে ১২৩ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফলক উন্মোচমের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটি ৭৩০ মিটার দৈঘ্যের হবে বলে জানিয়েছেন এলজিইডি কর্তৃপক্ষ। এই সেতুটি নির্মাণ হলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঙ্গে দপদপিয়া ইউনিয়নের মানুষের দীর্ঘ দিনের যাতায়াতের কষ্ট লাগব হবে। ১২৩ কোটি টাকায় সেতুটি দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এবং পোদ্দার এন্টারপ্রাইজ নির্মাণ করবে।

এ উপলক্ষে নদীর তীরে এক সূধি সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ছোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। এতে স্থানীয় সূধিজন ও আওয়ামী লীগ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button