বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক পরিকল্পনা ২০২৫ বাস্তবায়নে এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকালে উপজেলা গাজীর দরগা ফয়জাবাদ ফাজিল (বি.এ) মাদ্রাসা মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মসুচী অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল আলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলার জামায়াতে ইসলামির আমীর অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন “দেশ পরিচালনায় যোগ্যতা অর্জন করতে হবে” এসময় নতুন বছরে কেন্দ্রের নির্দেশিত পরিকল্পনা ২০২৫ বাস্তবায়নে তিনি নেতাকর্মীদের নির্দেশনা দেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম খান এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিসদ সদস্য ও যশোর-২ সংসদীয় আসনের জামায়াত মননীত সংসদ সদস্য প্রার্থী অধ্যপক মাওলানা আরশাদুল আলম
এ সময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিসদ সদস্য অধ্যপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়তের নায়েবে আমির অধ্যপক হারুন-অর রশিদ, উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম, অধ্যপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিসদ সদস্যগণ গোলাম মোস্তফা, মাওলানা লুৎফর রহমান, মাওলানা ফকরুল ইসলাম, আবিদুর রহমান, সাবেক চেয়রম্যান জিয়ায়ুল হক, মাওলানা রেজাউল ইসলাম, ইউনিয়ন আমিরগণ মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, নুরুজ্জামান, হাঃ হাদিউজ্জামান, মাওলানা শাহাব উদ্দীন, মাস্টার আসাদুজ্জামান, হাঃ মরিরুল হুদা, হাঃ মোজাম্মেল হক, মাওলানা আবুল বাসার, মাওলানা আব্দুল খালেক, আব্দুল হামিদ সহ সকল ইউনিয়ন সেক্রেটারি ও সহসভাপতিগণ।