

বিশেষ প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামে মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) আমেরিকান প্রবাসীদের অর্থায়নে ৬টি হুইল চেয়ার ও ১০টি হ্যান্ড ক্রাচ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল।
পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুণের সভাপতিত্বে এবং মীর লুৎফর রহমান এতিমখানার সভাপতি মীর ফারুখ আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেয অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম, সেবা সংগঠন এবং ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মীর লুৎফুর রহমান এতিমখানার উপদেষ্টা মীর রফিকুল আলম, মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের পরিচালক মাসুদা আক্তার, পানিসারা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল আলিম প্রমুখ।
শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন লুৎফুন্নাহার লতা (১৮), মিজানুর রহমান (৩৫), চান্দ আলী মিস্ত্রি (৬৮), ফিরোজা বেগম (৩৭), আনোয়ারা খাতুন (৪৫) এবং আবুল খায়ের (৫৭) এর মাঝে হুইলচেয়ার এবং আরও ১০ জনকে হ্যান্ড ক্রাচ প্রদান করা হয়।