জেলার খবর

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ১

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মিকাইল হোসেন (১৮) নামে শার্শার এক যুবক নিহত হয়েছে। নিহত মিকাইল হোসেন শার্শার রাজনগর গ্রামের শের আলীর ছেলে।

এ ঘটনায় শাহাজান আলী নামে আলমসাধু ড্রাইভার আহত হয়েছেন। আহত শাহাজান আলী উপজেলার মাটিপুকুর গ্রামের মোস্তফার ছেলে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শার্শার নবীব নগর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থেকে রাতে আলমসাধুতে করে কাঠের বিভিন্ন আসবাবপত্র নিয়ে যশোরের উদ্দেশ্যে যাওয়ার সময় নবীব নগর নামক স্থামে আসলে অপর দিক থেকে আসা দ্রুত গতির একটি কার্ভাটভ্যান আলমসাধুকে ধাক্কা দিলে দুজনই মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ইমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মিকাইলকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত মিকাইলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি রয়েছে। ঘাতক কাভার্টভ্যানটিকে সনাক্ত করা সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button