টঙ্গীতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল
ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল


আবু সাঈদ চৌধুরী গাজীপুরঃ
টঙ্গীতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল
গাজীপুর প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ ও মশাল মিছিল করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে এ মশাল মিছিল করা হয়।
মশাল মিছিলে নেতৃত্ব দেন ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব। মিছিলটি টঙ্গী স্টেশন রোড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে টঙ্গী আঞ্চলিক আওয়ামী লীগ কার্যালয়সহ ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ করে পূনরায় টঙ্গী স্টেশন রোড এসে শেষ হয়।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ৫৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাউয়ুম মাস্টার, ৫৫নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, ৫৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি সুমন মিয়া, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন জয়, ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রানা, ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আলাউদ্দিন, রাব্বী ওয়াহিদ প্রমুখ।