ঢাকাদেশজুড়ে

টাঙ্গাইলের গোপালপুরে গণহত্যা দিবস পালন

মুশফিকুর রহমান ইমন, টাঙ্গাইল প্রতিনিধিঃ

আজ ৩০ সেপ্টেম্বর টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাহমুদপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের ৩০ সেপ্টেম্বর পাকহানাদার বাহিনী ও রাজাকার ও আলবদর সদস্যরা প্রথমে বঙ্গবন্ধুর সহচর বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচিত এমএনএ হাতেম আলী তালুকদারের বাড়িতে লুটপাটসহ অগ্নিসংযোগ করে বাড়িঘর ভস্মীভূত করে দেয়। পরে হানাদার বাহিনীর সাথে কাদেরিয়া বাহিনীর কোম্পানী কমান্ডার হুমায়ুন বাঙ্গালের নেতৃত্বে স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধা রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যুদ্ধের রসদ ফুারিয়ে গেলে মুক্তিযোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়। এরপর হানাদার বাহিনী এলাকায় নরহত্যা শুরু করে। এসময় তারা গ্রামের নিরীহ মানুষকে আটক করে মাহমুদপুর বটতলা নিয়ে ব্রাশ ফায়ার করে। এতে ১৭ জন শহীদ হন। অবশিষ্টরা গুরুত্বর আহত হয়। নিহতদের মধ্যে এমএনএ হাতেম আলী তালুকদারের কনিষ্ঠ ভ্রাতা, গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম তালুকদার সাহেবের পিতা মো.হায়দার আলী তালুকদার শহীদ হন, অনেকে হতাহতরা পঙ্গু হয়ে অনেকেই এখনো বেঁচে রয়েছেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গোপালপুর প্রেসক্লাবের সহযোগিতায় মাহমুদপুর বটতলায় নির্মিত ‘স্বাধীনতা ৭১’ স্মৃতিস্তম্ভ সংলগ্ন সকাল ৯.৩০ টায় পুস্প স্তবক অর্পন ও গোপালপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বাবু সন্তোষ দার উপস্হাপনায়, উত্তর টাংগাইল সাংবাদিক ফোরামের সভাপতি, গোপাল পুর প্রেস ক্লাবের সভাপতি প্রতিথ যশা,সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীন স্যারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভার কাজ শুরু হয়, আলোচনায় ভার্চুয়ালী অংশ গ্রহন করেন গোপালপুর – ভূয়াপুর উপজেলা মাননীয় সংসদ সদস্য জনাব ছোট মনির, উপজেলা চেয়ার ম্যান মো.ইউনুছ ইসলাম তালুক দার, উপজেলা নির্বাহী অফিসার মো.পারভেজ মল্লিক, অফিসার ইন চার্জ মো.মোশাররফ হোসেন কোম্পানি কমান্ডার, মো.হুমায়ুন বাংগাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল করিম হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান বিল কিস জাহান, শহীদ পরিবারের সন্তান মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম তালুকদার।
এ ছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা, কৃষি অফিসার মোছাঃ শামীমা, মাদ্রাসা জেনারেল শিক্ষক সমিতির জেলা সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামীম,ছাত্রলীগ গোপালপুর উপজেলা শাখার আহবায়ক মো.শফি, প্রাথমিক শিক্ষক নেতা আঃ করিম, হীরা, আওয়ামী লীগ নেতা, মো.সেলিম, মো.জামাল মেলেটারী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button