সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশন,চবির উদ্যোগে আন্তঃএসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ১৬২ Time View
Update Time : সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
Oplus_131072

মুশফিকুর রহমান ইমন,চবি প্রতিনিধিঃ
টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তঃএসোসিয়েশন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ নভেম্বর, ২০২৪ ইং) বেলা ৩ ঘটিকা থেকে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুরুতেই খেলার শুভ উদ্ভোধন করেন টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাগণ।

এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক মিলন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন এবং শহীদ আবদুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. আবু নাঈম।https://bbsnews24.com/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b7%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0/

খেলার শুরুতেই টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় আটিয়া ওয়ারিয়র্স। প্রথম ইনিংসে নির্দিষ্ট ওভার শেষে  ৬৫রান নিতে সক্ষম হয় ভিক্টোরি ভয়েজার্স। পরের ইনিংসে ৬৬ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে নেমে আটিয়া ওয়ারিয়র্স ৪২ রান নিতে সক্ষম হয়।অবশেষে ভিক্টোরি ভয়েজার্স ২৩ রানে জয়ী হয়।

এসময় উপস্থিত দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। শিক্ষকদের মধ্যেও এসময় আনন্দঘন আমেজ দেখা যায়। খেলা শেষে পুরষ্কার বিতরণী পর্যায়ে উপদেষ্টাগণ চ্যাম্পিয়ন (ভিক্টোরি ভয়েজার্স),

রানার্স আপ (আটিয়া ওয়ারিয়র্স) এর খেলোয়াড়দের হাতে এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট ফেরদৌস আহমেদ ও ম্যান অব দ্য ফাইনাল ইমরান নাজিরকে পুরষ্কার তুলে দেন। এসময় অনুষ্ঠানের সার্বিক বিষয়ে বক্তব্য ও অনুভূতি প্রকাশ করেন উপস্থিত শিক্ষকগণ ও দুই দলের ক্যাপ্টেন।বক্তব্যে শিক্ষকরা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অংশ হিসেবে খেলাধূলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন করার ব্যাপারে উৎসাহিত করেন। পরে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সায়মন ভূঁইয়া সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়ে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীদের থাকা-খাওয়া সহ সার্বিক সহযোগিতার পাশাপাশি ভর্তি পরবর্তী সময়ে আবাসনের ব্যবস্থাসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের কল্যাণে ও যাবতীয় সমস্যা সমাধানে এবং সামাজিক উন্নয়ন ও দূর্যোগ মোকাবিলায় দীর্ঘদিন যাবত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *