টেকনাফ কৃষকদলের সভাপতি হতে মরিয়া মাদক কারবারী ফয়সাল


নিজস্ব প্রতিবেদক
দলের শক্তি বাড়াতে ঘর গুছাচ্ছে কক্সবাজার জেলা কৃষকদল। ইতোমধ্যে ঘটা করে জেলা কমিটি বড় পরিসরে নানা আয়োজনও করেছে। এবার উপজেলা কমিটি গঠনে পদক্ষেপ নিচ্ছে জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। এতে উজ্জ্বীবিত হয়ে উঠেছে নেতাকর্মীরা। উপজেলার কমিটিতে নানা পদে আসার জন্য অনেকে নানাভাবে নিজেদের শক্তি জানান দিচ্ছে।
নেতাকর্মীরা জানিয়েছেন, দলকে শক্তিশালী করতে উপজেলা—ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন খুবই জরুরী। কিন্তু কমিটি ঘোষণা হবে এমন কথা শুনে মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধীও দৌড়ঝাঁপ শুরু করেছে। এরই মধ্যে টেকনাফ কৃষকদলের কমিটিতে সভাপতি হতে মরিয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক কারবারী ফয়সাল। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মাদকের মামলা। তারমধ্যে জিআর-৬৩১/১৪ অন্যতম। কিন্তু তবুও অজানা ইশারায় সে সভাপতি হতে সক্রিয় হয়ে উঠেছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
টেকনাফ কৃষক দলের সাবেক এক সিনিয়র নেতা জানান, মাদক কারবারিদের সুযোগ দিলে দলের সুনাম ক্ষুন্ন হবে। তাই তাঁকে বয়কট করতে হবে।
এ বিষয়ে জেলা কৃষক দলের সভাপতি কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, কোন অপরাধীর স্থান কৃষকদলে হবে না। সবকিছু বিবেচনা করে কমিটি দেওয়া হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, অপরাধীরা যেদলেরই হোক ছাড় দেওয়া হবে না। তাঁর বিরুদ্ধে যাচাই-বাছাই করা হবে।