ঢাকায় নিখোঁজ তাওসিফকে উদ্ধার, পরিবারের কাছে ফেরত দিল পিবিআই
নিখোঁজ তাওসিফকে উদ্ধার, পরিবারের কাছে ফেরত দিল পিবিআই


নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা থেকে নিখোঁজ হওয়া তাওসিফ জাওয়াদ নামে এক যুবককে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত দিয়েছে যশোর পিবিআই।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে যশোর গাড়ীখানা রোড এলাকা থেকে উদ্ধার করা হয়।
তাওসিফ জাওয়াদ ঢাকার ৮১/১ পশ্চিম রামপুরা রোডের আলতাফ উদ্দিনের ছেলে।
জানা গেছে, তাওসিফ জাওয়াদ তার নিজ বাসা হতে এটিএম বুথে টাকা উঠানোর উদ্দেশ্য গত ১২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বের হয়ে আর ফিরে আসনি। পরবর্তিতে তার পরিবারের লােকজন সম্ভাব্য সকল স্থানে খোজ-খবর নিয়ে কােথাও খুজে না পেয়ে পরের দিন হাতিরঝিল থানা (ডিএমপি) তাওসিফ জাওয়াদ এর নিখােঁজ সংক্রান্ত একটি জিডি করে। যার নং-৭৮৮, তারিখ- ১৩/০৯/২০২৩ খ্রিঃ।
পরবর্তীত হাতিরঝির থানা পুলিশ সহ অন্যান্য আইন-শখলা বাহিনীর সদস্যরা নিখোঁজ তাওসিফকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যহত রাখে। এদিকে শনিবার সকালে যশোর কােতয়ালী থানার এসআই মহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাওসিফ জাওয়াদক অসুস্থ অবস্থায় কােতয়ালী থানাধীন গাড়ীখানা রােডে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশাের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরবর্তিতে তাওসিফের পরিবারের পরিচয় শনাক্তর জন্য পিবিআই, যশাের পুলিশ সুপার রেশমা শারমিনের তত্ত্বাবধানে ও দিক নির্দশনায় শনাক্ত করে তার পরিবারের নিকট হস্তান্তর করে।
রেশমা শারমিন জানান, তাওসিফ জাওয়াদকে পেয়ে তার পরিবারের প্রতিক্ষার অবসান হয়েছে। তাওসিফ ঘটনার দিন বাসা থেকে বের হওয়ার পর কিভাবে ঢাকা থেকে যশাের এসেছে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত আছে