ঢাকা থেকে বাস ছাড়লেও যাত্রী উপস্থিতি কম


বিবিএস নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন আজ। অবরোধে ঢাকা মহানগরীতে কিছু কিছু বাস চলাচল করলেও ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস ছেড়ে যাওয়ার সংখ্যা হাতেগোনা। এছাড়া দূরপাল্লার যাত্রী উপস্থিতিও অনেক কম। এছাড়া ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। সব মিলিয়ে অবরোধের প্রথম দিন ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীতে দূরপাল্লার জন্য অন্যতম ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত সায়দাবাদ ঘুরে দেখা গেছে, অন্যদিনের মতো যাত্রীর জন্য হাঁকডাক নেই। মাঝে মাঝে দু/একটি বাস ছাড়লেও যাত্রী সংকটে তাও ছাড়ছে বিলম্বে।
সায়দাবাদে সারি সারি বাস অপেক্ষমাণ। এসব গাড়ির অধিকাংশই আজ চলবে না বলে জানিয়েছেন চালক-সহকারীরা
হানিফ বাস কাউন্টারের স্টাফ হাফিজ মিয়া বলেন, ‘আজ তো যাত্রী নেই বললেই চলে। আমরাও বাস ছাড়ছি না। যাত্রী ছাড়া ঝুঁকি নিয়ে বাস ছাইড়া লাভ কী। শুধু আমরাই না, কেউই তেমন গাড়ি ছাড়তাছে না। একে তো যাত্রী নেই, তার ওপরে আবার গন্ডগোল। সব মিলায়ে আজ কী হয় সেই পরিস্থিতি দেখতাছে সবাই।’
শরীয়তপুর সুপার সার্ভিসের হেলপার শাহিন মিয় বলেন, ‘আমরা তো ভেজালের মধ্যেও গাড়ি নিয়া বের হইছি। কিন্তু মানুষ তো নাই রাস্তায়। যাত্রাবাড়ী মোড়েই দাঁড়াইয়া রইছি ১০ মিনিট ধইরা। তাও তো যাত্রী অর্ধেক গাড়িও হয় নাই। এমনে হইলে তো গাড়ির খরচই উঠবো না। তাইলে গাড়ি বাইর করা লাভ কী?’
এদিকে রাজধানীর ধোলাইপাড় থেকে বরিশাল, মাদারীপুরসহ অনেক জেলার বাস চলাচল করে। কিন্তু আজ এখানেও নেই গাড়ির চাপ। কিছু যাত্রী গাড়ির অপেক্ষা করলেও নিজ রুটের বাস পাচ্ছেন না।
ফেম পরিবহন নামে শরীয়তপুরগামী একটি বাসকে দীর্ঘসময় অপেক্ষা করতে দেখা গেছে। পরে বাসটি যখন ছেড়েছে তখন যাত্রী ছিল মাত্র সাতজন। তবে বরিশালগামী একটি বাস পূর্ণ যাত্রী নিয়ে যাত্রা করেছে।
যশোরগামী যাত্রী মইনুল ইসলাম বলেন, ‘আমি এক ঘণ্টার বেশি সময় ধইরা দাঁড়ায়ে আছি, কিন্তু আমার লাইনের গাড়ি আইতাছে না। অন্যদিকের কিছু গাড়ি আসে, কিন্তু আমার তো বিপদ। বাড়ি যাওয়া জরুরি, কিন্তু গাড়ি না পাইলে যামু কেমনে। কিছুক্ষণ অপেক্ষা কইরা দেখি, না পাইলে ভাইঙ্গা ভাইঙ্গা বাড়ি যামু।’
সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘সকালে যাত্রী কিছুটা বেশি ছিল, তাই বিভিন্ন রুটের বেশ কয়েকটি বাস টার্মিনাল ছেড়ে গেছে। এখন যাত্রী একেবারেই কম। দু/একটি করে বাস যাচ্ছে। আমরা বাস চালানোর জন্য প্রস্তুত আছি। যাত্রী হলেই বাস ছেড়ে যাবে। সূত্র জাগো নিউজ 24