মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
যশোরের শার্শার দিন-মুজুর কন্যা মোছাঃ তাহা খাতুন (১১) বাঁচতে চাই।
তাহার হার্ট ছিদ্র গত ৬ বছর অসুস্থ থাকার পর ঢাকা জাতীয় হৃদরোগ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন তাহার হার্ট ছিদ্র । এখনই অপারশন করতে হবে। প্রয়াজন ৪ লক্ষ টাকা।
অসুস্থ তাহা শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুরর শরিফপুর(কলোনি) গ্রামের দিন মুজুর মকবুল হাসানের মেয়ে। তাহা গ্রামের সরকারী প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেনীতে লেখা পড়া করে। তাহার অবস্থা এখন খুব আশংকা জনক। যত দিন যাচ্ছে অসুস্থ তাহার হাত ও পায়ের আঙ্গুল ফুলে যাচ্ছে। হাত ও পায়ের আঙ্গুলের নোখ নীল বর্ণের হয় যাচ্ছে। মুখের রং হয়ে যাচ্ছে ফ্যাকাশে। তাহার হত দরিদ্র পিতা একজন দিন মুজুর । তার পক্ষে ৪ লক্ষ টাকা জাগাড় করে এক মাত্র সন্তানের চিকিৎসা করানো সম্ভব না। তাই তিনি তার এক মাত্র মেয়েকে বাঁচাত সমাজের সকল দয়াবান ও বিত্তবানদের কাছে সাহায্যর চান। https://bbsnews24.com
তাহার চিকিৎসার্থে তার পিতা মকবুল হাসানের ব্যবহারিত মাবাইল নগদ নং ০১৯২০৫৩১৩৪৬ তে সাহায্য পাঠাত অনুরাধ করেছেন।