সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে তিন দিনব্যাপী দশম স্বাস্থ্যসেবা ও মেডিকেল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’।
বুধবার থেকে শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। যেখানে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা আগ্রহী ব্যক্তিদের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিনামূল্যে পরামর্শ প্রদান করবেন।
বুধবার বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রদর্শনীটির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডা. একে আজাদ খান।