তেল চিনি চাল সহ ১০ পণ্যের বাড়তি দামে দিশেহারা ক্রেতা
তেল চিনি চাল সহ ১০ পণ্যের দামে দিশেহারা ক্রেতা


কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-ঈদের পর থেকে নওগাঁর আত্রাই উপজেলার বাজার গুলোতেসব নিত্যপণ্যের দাম বাড়তি। এর মধ্যে দশ পন্য চাল ভোজ্যতেল,চিনি,ডিম,আলু,পেঁযাজ,আদা,রসুন, মাংস ও সব ধরনের সবজির বাড়তি দামে দিশেহারা ক্রেতারা।
ভোজ্যতেলের দাম বাড়িয়ে নিদ্ধারণ করা হলেও সেই দামেও বিক্রি হচ্ছে না। কারসাজি করে একশত বিশ টাকা কেজি দরে বিক্রি হওয়া চিনি একশত চল্লিশ টাকা করা হলেও বাজারে পণ্যটি মিলছে না। প্রতিকেজি আলুর দাম চল্লিশ ও পেঁয়াজ কিনতে ক্রেতার সত্তর টাকা বাড়তি ব্যয় করতে হচ্ছে। এ ছাড়া ছয়শত টাকা কেজি দরে বিক্রি হওয়া গরুর মাংশ এখন সাত শত কেজি দরে বিক্রি হচ্ছে। ফলে এসব পণ্য কিনতে ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা।
সোমবার উপজেলার সাহেবগঞ্জ বাজার সহ বেশ কয়েকটি খুচরা বাজার ও নওগাঁ জেলার বৃহৎ ভোগ্যপণ্য বাজার সমসপাড়া, বান্দাইখাড়াহাট বাজার ঘুরে ক্রেতারে সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।