জেলার খবর

দীর্ঘ একযুগ পর আমেরিকা থেকে হেলিকপ্টারে চেপে বাগআচড়া এলেন প্রবাসি পরিবার

দীর্ঘ একযুগ পর আমেরিকা থেকে হেলিকপ্টারে চেপে বাগআঁচড়া এলেন প্রবাসি পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ
ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দুঃস্থ্য ও প্রতিবন্ধীদের সেবায় আমেরিকা প্রবাসি যুবকের স্ত্রী ও সন্তানেরা ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে এসেছেন যশোরের শার্শার বাঁগআচড়ায়।

হেলিকপ্টারে প্রবাসী পরিবার বাড়ী ফিরলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। এসময় ফুলদিয়ে বরন করে নেওয়া হয় তাদের। প্রবাসি পরিবারের সাথে স্বজনেরা মিলেমিশে একাকার হয়ে যায়। আবেগ আপ্লত বক্তব্য দেন প্রবাসি যুবক আসাদুজামান লিটনের স্ত্রী ও কন্যা।
১৯৭৫ সালে যশোরের ঝিকরগাছা উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামে জন্ম গ্রহন করা আসাদুজ্জামান লিটন ব্যাবসায়ি কাজে বাগআচড়ায় এসে বসবাস শুরু করে।

২০১২সালে স্ত্রী ও কন্যাকে নিয়ে আমেরিকায় পাড়ী জমায়।পিতা দিসার উদ্দিন ছিলেন আমেরিকা প্রবাসি।
স্ত্রী নিলুফার আসাদ ও চাকুরীজিবি। লিটন স্ত্রী কন্যা ও দুই পুত্র রয়েছে।

বাগআচড়ায় সমাজসেবা মূলক একটি প্রতিস্টান করে আলোড়ন সৃস্টি করেছেন।
খুশি স্থানীয়রা।

দীর্ঘ একযুগ পর আমেরিকা থেকে হেলিকপ্টারে চেপে বাগআচড়া এলেন প্রবাসি পরিবার
দীর্ঘ একযুগ পর আমেরিকা থেকে হেলিকপ্টারে চেপে বাগআচড়া এলেন প্রবাসি পরিবার

শার্শার বাগআঁচড়ায় পরিবার সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ বাড়িতে হেলিকপ্টার যোগে বাড়ি ফিরলেন মানবী ওয়েল কেয়ার ইউএসএ২০ এর চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষ্ণা।
রবিবার (১১ মে) আমেরিকা থেকে ঢাকায় অবতারনার পর বাংলাদেশ সময় দুপুর ২টায় তার নিজ বাড়িতে করা তৈরী হেলিপেডে বেসরকারি একটি হেলিকপ্টারে পৌছান।
আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষ্ণা বাগআঁচড়া গ্রামের আসাদুজ্জামান লিটনের একমাত্র মেয়ে।তার বাবাসহ পরিবার আমেরিকা প্রবাসী।মানবী আসাদ এষ্ণা ইউএসএ একজন সফটওয়ার ইন্জিনিয়ার।পাশাপাশি তিনি ইউএসএ থেকে পরিচালিত মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।যে মানবী ওয়েল কেয়ার (ইউএসএ২০) থেকে অসহায়রা বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতা,চিকিৎসা ভাতাসহ মসজিদ মাদ্রাসা ও এতিমখানা অর্থ সহযোগিতা পেয়ে থাকে।

দীর্ঘ একযুগ পর আমেরিকা থেকে হেলিকপ্টারে চেপে বাগআচড়া এলেন প্রবাসি পরিবার
দীর্ঘ একযুগ পর আমেরিকা থেকে হেলিকপ্টারে চেপে বাগআচড়া এলেন প্রবাসি পরিবার

মানবী আসাদ এষ্ণা বলেন, ২০১২ সালে আমরা আমেরিকায় পাড়ি জমাই। বর্তমানে আমি ওই দেশের নাগরিকত্ব লাভ করে বাবা মা ও ভাইদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করছি। মাতৃভূমি ও নারীর টানে দেশে মাঝে মাঝে আসি। এলাকাবাসী আমাকে এতো ভালবাসে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি।এলাকাবাসীর ভালবাসা নিয়ে এগিয়ে যেতে সেই দোয়া চাই।

স্থানীরা জানান, আমেরিকা প্রবাসী মানবী আসাদ এষ্ণার পরিবারটি আমাদের গর্বের ধন। তারা প্রবাসে থেকেও এলাকার বিভিন্ন ধর্মীয় সামাজিক ও গরীব অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বাগআঁচড়া গ্রামে হেলিকপ্টার যোগে প্রবাসীর আগমন একটি বিরল ঘটনা। মানবী আসাদ এষ্ণার হেলিকপ্টার যোগে আগমন ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে। তার আগমনে আমরা খুশি এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এদিকে হেলিকপ্টার যোগে তার নিজ বাড়িতে আগমনে এলাকার হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button