বরিশাল

দীর্ঘ ভোগান্তির পর স্বপ্নপূরণ,কালীগঞ্জ টু লোচনাবাদ সড়কের সংস্কার কাজ শুরু

মুহা. সফিক খান, বাকেরগঞ্জঃ
জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ টু লোচনাবাদ সড়ক। যুগের পর যুগ অবহেলিত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না করায় প্রতিদিন শতশত মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে এই সড়কটির সংস্কার কাজ আজ ১৫ নভেম্বর সকাল ১১টায় উদ্বোধন করা হয়েছে।

এরমধ্য দিয়ে দীর্ঘ ভোগান্তির অবসান শেষে স্বপ্ন পূরণ হলো হাজারো মানুষের। স্থানীয় এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (মিজান) এর অক্লান্ত প্রচেষ্টায় এই সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়েছে দোয়া-মোনাজাত শেষে এই সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (মিজান)। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুনীল কুমার দাস ঝন্টু, রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান খাজা, উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী এমএ ইউনুস, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হাসান ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই বহুল কাঙ্খিত সড়ক সংস্কার কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল নাফি এন্টারপ্রাইজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button