ঢাকা

দীর্ঘ ১৩ বছর পর চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ কমিটি ঘোষণা

মীর জুবাইর আলমঃ চুনারুঘাট উপজেলা সর্বোচ্চ বিদ্যাপীঠ বহুল প্রত্যাশিত চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মারজান চৌধুরী সহ আংশিক ২৪ সদস্য বিশিষ্ট গত ১৬/১০/২০২২ইং তারিখে কমিটির অনুমোদন দেওয়া হয়। চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ পক্ষ থেকে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। চুনারুঘাট সরকারি কলেজের সকল ছাত্র ছাত্রীদের মাঝে আনন্দ জোয়ার বয়ে আসছে,নবনির্বাচিত চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান জানান দীর্ঘ ১৩ বছর পরে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন হয়েছে। যাহা আমরা ইতিপইতিপূর্বে দীর্ঘ অপেক্ষমান ছিলাম, ইতিপূর্বে চুনারুঘাট সরকারি কলেজের ছাত্রলীগ কমিটি না থাকায় কলেজ ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়ে ছিল।

নবনির্বাচিত চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মারজান চৌধুরী বলেন বিগত দিনে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগ কমিটি বিলুপ্ত থাকায় আমরা একঝাঁক ছাত্রলীগ কর্মী ভাইদের নিয়ে জননেত্রী শেখ হাসিনা হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি।আমরা করোনা কালীন সময়ে যখন শ্রমিক সংকট দেখা দিয়েছিল, তখন আমরা নিজে হাতে ধান কেটে কৃষকের ঘরে দান তোলে দিয়েছি, যখন করুণাকালীর সময়ে অসহায় মানুষ ঘরে খাবার সংকট দেখা দিয়েছিল তখন আমরা চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের নেতা কর্মীগনের সহযোগিতায় অসহায় মানুষের ঘরে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী হাতে তুলে দিয়েছি।যার ফলে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের একঝাঁক তরুণদের নেতা কর্মীদের উপর সকলের আস্থা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button