নাইক্ষ্যংছড়ির গর্জনিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১
গর্জনিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১।


মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ির উপজেলার পাশ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নে জমি বিরুদ্ধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহাবুদ্দিন (শাকিল) ২৬ নামের (এক) জন গুলিবিদ্ধ হয়েছে।
ঘটনার সুত্রে জানান বিকাল ৫ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী নামক স্থানে জমিজমা বিরুধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এই ঘটনা ঘটে। শাহিন ও নবী হোসেন গ্রুপের মধ্যের সংঘর্ষে, সাহিন গ্রুপের গুলিতে নবী হোসেন গ্রুপের সাহাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে। গুলিবিদ্ধ সাহাব উদ্দিনকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। নবী হোসেন গ্রুপের দাবী, কথিত শাহিন একটি নোহা গাড়ি যোগে ৮-১০ জনের একটি দল নিয়ে তাদের উপর হামলা করে। তারা আরো জানান, শাহিন একটি মামলায় কারাবন্দী থাকা অবস্থায় নবী সুলতান গ্রুপের শাকিল এব শাহিন গ্রুপের সেকেন্ড ইন কমান্ড লেদা ফুটাইয়াকে নানা প্রকার হুমকি দেয়। তারপর হতে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলতে থাকে।
এমতাবস্থায় শাহিন জামিনে মুক্তি হলে পর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে।