খেলাধুলাফুটবল

দুই ম্যাচ পর জয়ে ফিরলো লিভারপুল

বিবিএস স্পোর্টস ডেস্ক: বুধবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতলো লিভারপুল। দুই ম্যাচ পর পাওয়া জয়ে পরের মৌসুমে ইউরোপিয়ান ফুটবলে খেলার আশাও উজ্জ্বল হলো।

২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে ফুলহ্যামকে পেছনে ফেলে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল। এক ম্যাচ কমও খেলেছে তারা। এক ম্যাচ বেশি খেলে টটেনহ্যাম হটস্পার ৪৫ পয়েন্ট নিয়ে চারে।

অ্যানফিল্ডে বৃষ্টিস্নাত রাতে জিততে ঘাম ছুটেছে লিভারপুলের। ম্যাচ শেষে কোচ ইয়ুর্গেন ক্লপ বললেন, ‘সুযোগ ভালোভাবে তৈরি না করতে পারলেও খেলার নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতে। কিন্তু আমরা পরে ছন্দ খুঁজে পেলাম। ধাপে ধাপে প্রতিপক্ষকে ভেঙে দিতে হয়।’

প্রথমার্ধে সেরা সুযোগ পেয়েছিলেন লিভারপুলের টিনএজ মিডফিল্ডার হার্ভি এলিয়ট। ৩৯তম মিনিটে তার হেড গোলবারের পাশ দিয়ে যায়। স্টপেজ টাইমে তার আরেকটি শট প্রত্যাখ্যাত হয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ১৯ বছর বয়সী ফুটবলার আবার সুযোগ পান। ডারউইন নুনেজের পাস নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যে শট রাখলেও তাতে জোর ছিল না। সহজেই সেভ করেন জোসে সা।

৬৬তম মিনিটে নুনেজ জালে বল জড়ান। কিন্তু গোল বিল্ডআপের সময় ডিওগো জোতা ফাউল করেন ম্যাক্স কিলম্যানকে। ভিএআর রিভিউয়ে গোল বাতিল হয়।

অবশেষে লিভারপুল গোলমুখ খোলে ৭৩তম মিনিটে। ভার্জিল ফন ডাইক করেন গোল। তার হেড ফিরে এলে জোতা ফিরতি পাস দেন এবং ডাচ তারকা খুব কাছ থেকে ১-০ করেন।

চার মিনিট পর মোহাম্মদ সালাহ কোস্তাস সিমিকাসের ক্রস থেকে ডান ঊরু দিয়ে জালে বল ঠেলে দেন। চার প্রিমিয়ার লিগে তৃতীয় জয় পায় অলরেডরা। আগামী রোববার তারা মুখোমুখি হবে তাদের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকা ম্যানইউর বিপক্ষে।

ক্লপ ম্যানচেস্টার ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাখলেন, ‘যেভাবেই হোক এটা বড় একটা ম্যাচ, ফর্মে থাকা একটি দলের বিপক্ষে। আমাদের প্রস্তুত থাকতে হবে এবং আমরা তাদের কঠিন লড়াই উপহার দেবো।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button