রাজনীতি

দুর্নীতিকে বিএনপির নীতি বললেন শাজাহান খান

ভণ্ডামি আর দুর্নীতি হলো বিএনপির দুই নীতি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

বিবিএস নিউজ ডেস্ক: সোমবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির আয়োজিত ‘বঙ্গবন্ধু ঘোষিত ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে’ মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি ক্ষমতায় থাকতেও মানুষ হত্যা করেছে এবং ক্ষমতা ছেড়েও হত্যা করেছে উল্লেখ করে শাজাহান খান বলেন, ২০১৩, ১৪ এবং ১৫ সালে বিএনপি মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডগুলো বিএনপির প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে হয়েছে। যারা ক্ষমতায় থাকতেও হত্যা করেছে এবং ক্ষমতা ছেড়েও মানুষ হত্যা করেছে—তাদের থেকে আজকে আমাদের গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে।

যে দল সামরিক বাহিনীর থেকে ওঠে এসে ক্ষমতায় এসেছে তাদের কাছ থেকে গণতন্ত্রের শিক্ষা নিতে হচ্ছে। এদের থেকে দেশকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবধ্য হতে হবে।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালিত হবে তাদের মাধ্যমে—যারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। আর যারা বিরোধী দলে থাকবে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যারা আজকের সংবিধানকে পদতলে পিষ্ট করতে চায়—তাদের দিয়ে সংবিধান রক্ষা করা যাবে না। তাদেরকে আজকে জনগণের সামনে চিহ্নিত করতে হবে যে তারা (বিএনপি) কীভাবে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল।

যুদ্ধাপরাধীর সন্তানরা পিতার চেতনা ধারণ করে, তারা দেশের ভালো করবে না উল্লেখ করে শাজাহান বলেন, পৃথিবীর অনেক দেশ যুদ্ধাপরাধীদের সন্তানদেরকে কোনও সরকারি চাকরিতে নেয় না। কারণ যারা যুদ্ধাপরাধী তাদের সন্তান একই চেতনা ধারণ করে। আর মুক্তিযোদ্ধাদের সন্তানরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button