

শাহিন হাওলাদার,বরিশাল প্রতিনিধিঃ উপজেলায় আগুনে পুড়ে সাগর পাল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চামটা নুতান বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
সাগর পাল স্থানীয় বলাই পালের ছেলে।
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় দোকানের ভেতরে আগুনে পুড়ে ওই যুবকের মৃত্যু হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।
বাকেরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, নিহত সাগরের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে পাঠানো হয়েছে।