ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার


পটুয়াখালী,কুয়াকাটা সংবাদদাতাঃ পটুয়াখালীর মহিপুরে ধানক্ষেত থেকে সাকিবুন নাহার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ নভেম্বর )সকাল দশটায় লতাচাপলী ইনিয়নের আলীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সাকিবুব নাহার ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত ইমাম হোসেন মাঝির মেয়ে।
পুলিশ ও সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর ) রাতে সাকিবুন নাহার তার মায়ের সঙ্গে অভিমান করে আলীপুর বাজার থেকে নিখোজ হয়। পরে রাতে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে। শুক্রবার (৪ নভেম্বর )সকালে স্থানীয়রা ধানক্ষেতে তার লাশ ভাসতে দেখে।
কিশোরী সাবিকুনের মা শাহিদা বেগম জানান, আমি মহিপুর মাছের আড়দে মাছ টোকাই, বৃহস্পতিবার (৩ নভেম্বর ) বিকেলে অল্পকিছু মাছ পেয়েছি,শেষ বিকেলে মেয়ের কাছে বিক্রি করতে দিলে সাবিকুন কমদামে বিক্রি করে, তাই আমি রাগারগি করি।তারপর ওকে নাপেয়ে আমার আত্নীয় সজন নিয়ে রাতভর খোজাখুজি করি।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসলে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরন করা হবে। কিশোরীর মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত চলছে।