নওগাঁয় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক


মোহাম্মদ আল আমিন হোসেন রনি,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রানীনগর উপজেলায় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে হাফিজুর রহমান (৪৫) নামের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার ( ২৮নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকসহ সবা শিক্ষককে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে দুপুর ২টার পর পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে যান। এ সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষক হাফিজুরকে আটক করে থানায় নিয়ে যায়।
শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান বিদ্যালয়ের ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় হাত দিতেন। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বিদ্যালয়ে যাওয়ার অনাগ্রহ প্রকাশ করে। বেশ কিছুদিন থেকেই শিক্ষার্থীদের বিরক্ত করে আসছিলেন তিনি। শিক্ষার্থীরা যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিভাবকরা অভিযোগ করেন।স্কুলের পঞ্চম শ্রেণির কয়েকজন ছাত্রী জানায়, ‘হাফিজুর স্যার আমাদের গায়ে হাত দিয়ে জামাকাপড় ধরে টেনে বিরক্ত করতেন। কৌশলে শরীরের স্পর্শকাতর স্থানসহ বিভিন্ন জায়গায় হাত দিতেন। আমাদের খুব খারাপ লাগতো। স্যার ভালো নয়।’
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার বড় ভাইয়ের মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। ভাতিজি এসে বলে হাফিজুর স্যার আমার শরীরে হাত দিয়েছে। আর জোরে চেপে ধরায় ব্যথা পেয়েছে। এমন চরিত্রহীন শিক্ষকের কঠিন শাস্তি চাই।’