রাজশাহী

নওগাঁয় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রধান অতিথি হিসেবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করে।

প্রধান অতিথি হিসেবে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

Google News গুগল নিউজে বিবিএস নিউজ 24’র খবর পড়তে ফলো করুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হূমায়ন কবির। চেয়ার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ২৩ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হিসেবে এ পর্যন্ত নওগাঁয় ৫১৯টি হুইল চেয়ার, ২৭টি ক্র্যাচ, ১৫৩টি সাদাছড়ি, ৩৭টি হেয়ারিং এইভ, ৯টি ট্রাইসাইকেল, সাত কর্নার চেয়ার, সাতটি টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button