মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
পূবাইলে নতুন সংযোগ বিদ্যুৎ বন্ধ থাকা জনদুর্ভোগ প্রধান শিক্ষকের অপসারণ ও পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ঝিকরগাছায় জামায়াতের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খুলনায় গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে সাংবাদ কর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত জাগো নারী ফাউন্ডেশনের চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরী পেলেন আজীবন সম্মাননা পদক শার্শার বাগআঁচড়ায় শীতার্থদের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ ঢাকা ইডেন মহিলা কলেজ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক জমে উঠেছে বাগআঁচড়া বেলতলা কুলের বাজার মুখরিত আড়ৎদার ও চাষীরা বিএমডিসি থেকে চিকিৎসা সেবায় বঞ্চিত ডিপ্লোমা ডেন্টাল ডিগ্রিধারীরা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নওগাঁর আত্রাইয়ের মাছের শুকটি রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে

Reporter Name / ৫৩ Time View
Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
Oplus_131072

একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাই নদীর মাছ থেকে উৎপাদন পুষ্টিগুন সমৃদ্ধি শুকটি মাছ িএখন দেশ বিদেশে রপ্তানি হচ্ছে। সম্পন্ন দেশীয় প্রযুক্তিতে রাসায়নিক মুক্ত ভাবে উৎপাদিত শুকটি শত শত টন শুকটি মাছ বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন
প্রান্তের আড়ৎতে।

এই অঞ্চলে উৎপাদিত শুকটির একটি অংশ বিভিন্ন হাত ঘুরে বিদেশেও রপ্তানি হচ্ছে। এতে বেকারত্ব দুর হবার সাথে সাথে গ্রামীণ বিলাঞ্চলের মানুষের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। শকটির উৎপাদনকারীদের উৎসাহিত করতে ও এই কাজে শ্রমিকদের দক্ষতা বাড়াতে আগামী দিনে প্রশিক্ষণও লোন প্রদানের প্রকল্প গ্রহন করার পরিকল্পনা করেছেন স্থানীয় মৎস আফিস। https://bbsnews24.com

সরেজমিনে আত্রাই নদীর বিভিন্ন শুকটির চাতাল ঘুরে শুকটি উৎপাদনকারীদের সাথে কথা বলে ও মৎস্য অফিস সুত্রে জানা যায়, প্রতি বছরেই বষা মৌসুমে আত্রাই নদী, খাল,বিলথেকেপ্রচুর পরিমানে দেশীয় প্রজাতির ছোট-বড় মছ আহরণ করা হয়। আহরনকৃত মাছ বিভিন্ন হাট=বাজারে বিক্রির পরেও ছোট আকারের প্রচুর পরিমানের মাছ অবিক্রিত থেকে য়ায়। যা এক সময়ে নষ্ট হত অযত্নে ও অবহেলায় কিন্তু বেশ কয়েক বছর যাবৎ আত্রাই নদী, খাল-বিলের উচ্ছিষ্ট এই মাছ দিয়ে শুরু হয়েছে শুকটি উৎপাদন।

আত্রাই নদীর অধ্যুষিত নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভঁড় তেঁতুলিয়া,তিলাবাদুরী,জামগ্রাম, পাঁচুপুর ইউনিয়নের মধ্যে নবাবের তাম্বু,জগদাশ, গুড়নই, বিশা ইউনিয়নের খরসতি, হাটকালুগাড়া ইউনিয়নের হাট মোজাহারগঞ্জ, চক সিমলা, কালিকাপুর ইউনিয়নের বড় কালিকাপুর,বামনিগ্রাম, আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা,,সিংসাড়া, এবং নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে শত শত অস্থায়ী শুকটি মাছের চাতাল। প্রতিটি চাতালে শুকটি মাছ উৎপাদনের বিভিন্ন খাতে কাজ করছেন দশ থেকে পনর জন নারী-পুরুষ শ্রমিক। এই শ্রমিকদের অধিকাংশ শুকনো মৌসুমে কৃষিকাজ করলেও বর্ষা কালে বেকার হয়ে পড়ে। শুকটি উৎপাদন শুরু হওয়ার পর এখানে কাজের সুবাদে দূর হয়েছে এদের বেকারত্ব জীবন।

আত্রাই নদীর অধ্যুষিত উপজেলার ভঁড়-তেঁতুলিয়া গ্রামের শুকটি উৎপাদনকারী এবং শুকটি ব্যবসায়ী শ্রী রামপদ শীল জানান, শুকনো মৌসুমে খেত- খামারে কৃষি কাজ করি, বষা মৌসুমে কোন কাজ কাজ থাকে না ফলে আগে প্রায় চার-পাঁচ মাস বেকারত্ব থাকতে হতো। পরিবার –পরিজন নিয়ে অধাহারে-অনাহারে জীবন কাটতো। কিন্তু এখন বর্ষা মৌসুমে শুকটি উৎপাদন করি। এতে যে লাভ হয় তাতে আমার পরিবারে স্বচ্ছলতা এসেছে। একই এলাকার শুকটি চাতালের নারী শ্রমিক মর্জিনা বেগম জানান, বর্ষা ছাড়া অন্য সময়ে বিভিন্ন কাজকরি।বর্ষা মৌসুমে তেমন কোন কাজ থাকে না।কিন্তু শুকটির চাতাল হওয়ার পর এখানে কাজ পাওয়ায় সারা বছরই আয় রোজগার হয়।

শুকটি উৎপাদন বিষয়ে আত্রাই উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাকসুদুর রহমান জানান, আত্রাই অঞ্চলের এক শত সত্তর থেকে এক মত আশি মন শুকটি উৎপাদনহয়। এটি অত্যন্ত লাভ জনক হওয়ায় দিন দিন এর প্রসার বাড়ছে। এখানকার শুকটিতে কোন রাসায়নিক ব্যবহার হয় না। ফলে এখানকার উৎপাদিত শুকটি অত্যান্ত সুস্বাদু হয়। তিনি আরো বলেন,আগামীতে শুকটি উৎপাদনকারীদের প্রশিক্ষিত করতে পারলে প্রশিক্ষন দেয়া ও লোনের সু্বিধার ব্যবস্থা করা হচ্ছে। একই ভাবে মাছ সংরক্ষণগার নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত আত্রাইয়ে এই শিল্পটি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে।

Spread the love


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *