রংপুর

নওগাঁর আত্রাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের বাহান্ন তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (চার নভেম্বর দুই হাজজার তেইশ) সকাল দশটায় উপজেলা চত্বর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের যাত্রা মুরু হয় এর পর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সজ্ঞিতা বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ- ছয়( (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ নিজাম উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক মোঃ আক্কাছ আলী, আত্রাই থানা অফিসার ইনচাজ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার,আত্রাই উপজেলা সমবায় কার্যালয়ের অবসর প্রাপ্ত পরিদশক আলহাজ্ব মোঃ জুলহাস উদ্দিন বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ এস এম নাছির উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্মে হোসেন,উপজেলা আনছার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক প্রমূখ।

অনুষ্ঠান শেষে মহিলা অধিদপ্তর কর্তৃক প্রাশিক্ষণ প্রাপ্তদের মাঝে শেলাই মেশিন বিতরণ সহ সমবায়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সমবায় সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক চৌদ্দজন উপকার ভোগীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button