রংপুর

নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেলের জন্মদিন পালিত

নওগাঁ প্রতিনিধিঃ-নানা কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে শেখ রাসালের জন্মদিবস পালিত হয়েছে।
সরকার এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে অস্থায়ী শহীদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ.উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারী-আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বে-সরকারী উন্নয়ন সংগঠন পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ কাজী অনিক ইসলাম, আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেক সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সকাল এগারো টায় উপজেলা পরিষদ হল রুমে শিশু কিশোর আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া অনুষ্ঠান উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button