রংপুর

নওগাঁর আত্রাইয়ে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আবারও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে(টিসিবি) সারাদেশে ন্যায় নওগাঁর আত্রাই পাঁচুপুর ইউনিয়নে পনর শত কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে টিসিবির এসব পণ্য বিক্রি করছে। শনিবার ১লা(অক্টোবর)আত্রাই উপজেলা পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার ইখতেখারুল ইসলাম বলেন, সরকার এক কোটি দরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে। সামনে এ বরাদ্দ আরও বাড়ানো হবে। সরকার পাঁচ হাজার ছয় শত কোটি টাকা ভূর্তুকি দিয়ে এই কাযক্রম চালাচ্ছে এ সময় তিনি টিসিবির বিক্রয় কার্যক্রম সুষ্ঠভাবে পালনের জন্য ডিলার এবং কমকর্তাদের নির্দেশনা দেন।।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, আত্রাই উপজেলা মেম্বার এ্যসোসিয়েশনের সভাপতি ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আবুল কালাম ফৌজদার, আত্রাই উপজেলা মেম্বার এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান লিচু,ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল হাকিম শেখ,সহ পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগন। টিসিবির এই কাযক্রমে এবার ফ্যামিলি কাডধারী একজন ক্রেতা চার শত পাঁচ টাকার বিনিময়ে পঁচান্ন টাকা দরে এক কেজি চিনি, পঁয়ষট্টি টাকা দরে সবোচ দুই কেজি ডাল, একশত দশ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।কার্ডের মাধ্যমে কিনতে আসা 55 বয়সী নবাব আলীর পরিবারের সদস্য পাঁচজন। তিনি বলেন আমাদের অনেক উপকার হইছে।এই তেল,চিনি,ডাল কিনতেআমাদের ছয় শত পঞ্চাশ টাকা লাগতো। এখন কোনো ঝামেলা নেই। ধাক্কাধাক্কি নেই। অনেক সুবিধা হইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button