নড়াইল ২আসনে নির্বাচন আসলেই নমিনেশন নিয়ে দৌড়ঝাঁপ
নির্বাচনী এলাকায় কিছু প্রার্থীদের দেখা যায় না। একটা গ্রুপ আছে যারা যোগ্যতা সম্পন্ন পার্থীদেরো হেও হেয় প্রতিপন্ন করার জন্য প্রার্থী হয়!


মোঃরাশেদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি: নড়াইল সংসদীয় ২ আসনে নির্বাচন আসলেই আমরা লক্ষ করি কিছু লোকজন দলীয় নমিনেশনের জন্য দৌড়ঝাঁপ করে। নির্বাচনী এলাকায় তাদের খুব একটা দেখা যায় না আবার একটা গ্রুপ আছে যারা যোগ্যতা সম্পন্ন পার্থীদের হেও করার জন্য প্রার্থী হয়! ফলে একধারে যেমন তারা দলীয় কর্মী ও সাধারণ জনগনের ট্রলের স্বীকার হয় অন্যদিকে য়োগ্য প্রার্থীরাও বিব্রত হয়!!
তাই দলীয় নমিনেশনের চাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে কঠোর নিয়ম করা উচিৎ!
কেননা য়ে সকল প্রার্থীরা দলীয় নমিনেশন প্রার্থী হয় তারা যখন নমিনেশন না পায় তখন তারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ তো করেই না বরং তাকে হারিয়ে দেওয়ার জন্য যা যা করার সব করে ফলে দল ক্ষতিগ্রস্থ হয়।
নড়াইলের ২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার প্রচেষ্টায় নড়াইলে সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদন দিয়েছেন। অর্থনৈতিক জোন বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে, লোহাগড়ায় হতদরিদ্র পরিবারকে কর্মসংস্থানের জন্য ২০০ পরিবারের মাঝে ২ কোটি টাকা অনুদান এনে দিয়েছেন।
নড়াইলে ২ আসনে প্রক্রিয়াধীন প্রকল্পের মধ্যে রয়েছে নড়াইল জেলার ঝুঁকিপূর্ণ স্থান সমূহ নদীর ভাঙ্গন হতে রক্ষার্থে স্থাত্রী নদীর তীর সংরক্ষণ প্রকল্প ব্যয় ৬৯৭ কোটি টাকা; মধুমতি নদী ড্রেজিং ও উভয় তীররক্ষা প্রকল্প; নড়াইল জেলার লোহাগড়ায় অর্থনৈতিক জোন নির্মাণ প্রকল্প এবং নড়াইলে বিসিক শিল্প নগরী স্থাপন প্রকল্প।
উল্লেখযোগ্য চলমান উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে, মধুমতি নবগঙ্গা উপ প্রকল্প পুনর্বাসন ও মরা নদী পুনঃখননের মাধ্যমে পুনরুজ্জীবন ও পরিবেশগত ভারসাম্য রক্ষা শীর্ষক প্রকল্প ব্যয় ৩০৩ কোটি টাকা; পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প ১ম পর্যায় বরাদ্দ ২৫০ কোটি টাকা; নড়াইল জেলার নডড়াইল সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করণ ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন; বিশ্ব ব্যাংকের অর্থনের হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড; নার্সিং ইনস্টিটিউট নির্মাণ; জেলার বিভিন্ন স্কুল ও কলেজ সরকারিকরণ; নড়াইল শহর প্রসস্থকরণে মালিবাগ টু সীতারামপুর ফোরলেন সড়ক নির্মাণ; বেকারত্ব দূরীকরণে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউভেশন সেন্টার নির্মাণ; ভূমিহীন মানুষের জন্য গৃহ নির্মাণ; এমজিএসপি এ নড়াইল ও লোহাগড়া পৌরসভা অন্তর্ভুক্ত। # হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজ অনুমোদন; এনএসআই ভবন নির্মাণ; পাসপোর্ট অফিস ভবন নির্মাণ; হাটবাড়ি ডিসি পার্ক প্রতিষ্ঠা এবং সকল ধরনের ভাতা নিশ্চিত ও বুদ্ধিকরণ।
এই ধারা অব্যহত রাখতে আগামি দ্বাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফী বিন মোর্ত্তজাকে পুনরায় মনোনয়ন দিবেন বলে নড়াইল ২ আসনের জনগণ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, জরিপের ভিত্তিতে যোগ্যদের দলীয় মনোনয়ন দেওয়া হবে। বিভিন্ন তথ্য-উপাত্ত ও সার্ভে রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার জন্য সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, ভোট অবাধ ও নিরপেক্ষ হবে। এ ভোটে সবাইকে জিতে আসতে হবে। কাউকে জিতে আনার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি কারও চেহারা দেখে মনোনয়ন দেবো না। দেখেশুনে জনপ্রিয় ব্যক্তিদের নমিনেশন দেবো। এখানে যারা আছেন সবাই মনোনয়ন নাও পেতে পারেন। যাকে নমিনেশন দেবো, তার জন্য কাজ করতে হবে। নমিনেশন পান না পান নৌকার বিরোধিতা করা যাবে না।
রোববার (২২ অক্টোবর) রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এসব কথা বলেন।।