

বিনেদন প্রতিনিধিঃ
অপু বিশ্বাস বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। দর্শকরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলে ডাকেন।
বলা যায় যতো দিন যাচ্ছে ততো যেনো রূপে গুণে অনন্য হয়ে উটছেন এই অভিনেত্রী।
শনিবার (১১ মার্চ) দুপুরে নিজের ভেরিফাই করা ফেসবুক পেইজে কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আত্মবিশ্বাস মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি।

ওই ছবিতে দেখা যায়, প্রেমকন্যা অপু বিশ্বাসের পরনে রয়েছে কালো, বাদামী ও নীল রঙের ফ্লোরাল প্রিন্টের একটি জাম্পস্যুট। সেই সঙ্গে হাতের আঙুলে পড়েছেন আংটি ও ম্যাচিং নীল রঙের ঘড়ি। খোলা চুলে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন ক্যামেরায়।
নবরূপে প্রিয় অভিনেত্রী কে দেখে রীতিমতো চমকে যান ভক্তরা আর তাতেই পরে যায় হৈচৈ।

বর্তমানে অপু বিশ্বাস-অভিনীত তিনটি মুভি মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো -ছায়াবৃক্ষ-প্রেমপ্রীতির বন্ধন।এছাড়াও অপু বিশ্বাসের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান -অপুজয় প্রোডাকশন এর ব্যনারে নির্মিত -লাল শাড়ি -মুভিটিও মুক্তির অপেক্ষায় আছে।তাছাড়া প্রতিদিনই রয়েছে নানা ধরনের কাজের ব্যস্ততা।