নাইক্ষ্যংছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত
"ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে এই শ্লোগানকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পালিত হলো জাতীয় ভোটার দিবস।


মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)প্রতিনিধি: বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০ টায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী শেষে , উপজেলা আফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাচন অফিসার আরমান ভুইঞা।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান,উপজেলা প্রাণিসম্পদ সহকারী কর্মকর্তা ছৈয়দ নুর,বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মো; আলম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল। এছাড়াও ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জনপ্রতিনিধি।
উক্ত র্যালীটি সকলের উপস্থিতে। নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।