চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে পরকীয়া সংক্রান্ত জেরে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে লম্পট আশরাফ জামান এর হামলায় সাজেদা বেগম (৩২) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারী গর্ভপাতের শিকার হয়েছেন।

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি, বান্দরবান প্রতিনিধি: মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গর্ভপাতের শিকার চার মাসের অন্তঃসত্ত্বা সাজেদা বেগম বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া গ্রামের আনছারুল হকের স্ত্রী। পরিবার সূত্রে জানা যায়।

আহত নারীকে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। সে খানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বামী আনছারুল হক এর অভিযোগ,আশরাফ জামান দীর্ঘ দিন ধরে এক মহিলার সাথে পরকীয়া করে আসছিলো,আমার স্ত্রী ওই সংক্রান্ত খবর প্রতিবেশী ও সমাজপতিদের বলায় প্রভাবশালী শাব্বির এর ইন্ধনে আশরাফ জামান দেশী অস্ত্র দিয়ে আমার বাড়িতে এসে হামলা করে এতে আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে এতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ৪ মাসের গর্ভ নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ সাহাজান বলেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button