নাইক্ষ্যংছড়িতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির উদ্যোগে বৃক্ষরোপণ
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির উদ্যোগে বৃক্ষরোপণ


মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি,বান্দরবান প্রতিনিধিঃ
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ব্রিটিশ আমেরিকা টোব্যাকো বাংলাদেশ লিমিটেড নাইক্ষ্যংছড়ি অফিসের উদ্যোগে
সোমবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সবাইকে একটি করে বৃক্ষরোপনের জন্য আহ্বান জানান ,সেই ধারাবাহিকতায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড যে উদ্যোগটি নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
এই সময়ে উপস্হিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,
বিএটিবির নাইক্ষ্যংছড়ি অফিসের এ,এল,নাজিব মুবিন,এল,ও আরিফুর রহমান।
উল্লেখ্য যে বৃক্ষরোপনকৃত জাতের মধ্যে রয়েছে নিম,হরিতকি ,বহেরা ,অর্জুন,জলপাই ইত্যাদি। সংবাদ প্রেরক।