আইন-আদালত
নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান,২ প্রতিষ্ঠানকে জরিমানা।


মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি,বান্দরবান প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়ি বাজারের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে আবদুল হক সওদাগরের মুদির দোকানে দুই হাজার টাকা ও মোঃ ইসলামের ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ মালামাল পাউয়ায় এক হাজার টাকা জরিমানা করেছে।
এছাড়াও দোকান ও কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাইক্ষ্যংছড় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।
তিনি এক প্রেস বার্তায় জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ দুই দোকান মালিককে মোট ৩,০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
এসময় যথা যথভাবে মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করাসহ ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।