জেলার খবর

নাইক্ষ্যংছড়িতে মাদ্রাসার দপ্তরিকে কুপিয়ে হত্যা,আটক-১

এইচ.কে রফিক উদ্দিনঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাঞ্চল্যকর দিদার আলম(৩০) হত্যাকারীর হত্যাকারী মোহাম্মদ ছৈয়দুল আলম(১৭) কে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।একই সাথে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন,নাইক্ষ্যংছিড়ি উপজেলার সদর ইউনিয়নের ফজুর ছড়া গ্রামের হাজী ইসলাম মিয়া সওদাগরের পুত্র দিদার আলম (৩০)। তিনি একজন হাফেজ ও স্থানীয় মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার খন্ড কালীন দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

স্হানীয়রা জানান,নিহত দিদার আলম প্রতিদিনের ন্যায় চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ী ফেরার পথে মোঃ ছৈয়দুল আলম তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে।এ সময় তিনি মাটিতে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।কে বা কারা ঘঠনাটি ঘটিয়েছে তা অজ্ঞাত ছিল।নাইক্ষ্যংছড়ি থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তদন্ত ওসি শাহজাহান এর কৌশলী অভিযানে,ঘটনার মুল রহস্য উদঘাটিত হয়।

ঘাতক মোঃ ছৈয়দুল আমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তদন্ত ওসি মোহাম্মদ শাহজাহান।

প্রতিনিধি -০১৮৭৮-২৯৩৭৩৭

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button