চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে সকালে নাইক্ষ্যংছড়ি অফিসার ক্লব হল রুমে। উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মার সভাপতিত্বে, এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মংহ্লাওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোহাম্মদ রেজা বান্দরবান জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যান ওয়ান চাক। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইমরান,,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ার নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি থানা প্রতিনিধি পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শাহজাহান বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার মো: মোশারফ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম প্রমূখ।‌

এছাড়া বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারি উপজেলা বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা/কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ ও ইউএনও রোমেন শর্মা বলেন, উপজেলার মানুষ যেন মাদকের ছুবল থেকে রক্ষা পায় এবং নিরাপদে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। নাইক্ষ্যংছড়ি থেকে মাদক, সন্ত্রাসবাদসহ সব ধরনের অপরাধ নির্মূলে জনপ্রতিনিধিসহ সুশীল সমাজ কে এগিয়ে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button