চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি শান্তি চুক্তির দিবস পালন

মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন আয়োজন মধ্যে দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা ও হত দরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ,ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী ও বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার
(২ ডিসেম্বার) সকাল সাড়ে ৯ ব্যাটালিয়নের স্কল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটেলিয়নের জোন কমন্ডার লে.কর্ণেল মো: রেজাউল করিম।তিনি বলেন,পার্বত্য জেলার দীর্ঘস্হায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ১৯৯৭ সালের আজকের এই দিনে পার্বত্য শান্তিচুক্তি করে জাতিকে একটি সংকটময় পরিস্থিতি থেকে মুক্ত করেছেন বলে সকলকে অবহিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ব্যাটেলিয়নের উপ অধিনায়ক (মেজর)মো: মনজুর আলম।
দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা,
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবর প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ,
যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, প্রেসক্লাবের সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, সদস্য হাফিজুল ইসলাম চৌধুরী,সদস্য মো: শাহীন, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুল হক বাহাদুর,সদস্য মো: ইউনুছ, সদস্য মো: তৈয়ব উল্লাহ,সদস্য সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি রাকিবুল হাসান, মাষ্টার নুরুল বাশার মাষ্টার মো: ওসমান, মাষ্টার শফিক,ওমর ফারুক,নাইক্ষ্যংছড়ি ধুংরি হেডম্যান মার্মা পাড়ার কারবারি চাইছিং অংমার্মা প্রমূখ।
এদিকে দিবসটি উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় ব্যাটালিয়নের মাঠে স্থানীয় নাইক্ষ্যংছড়ি খেলোয়াড় বনাম বিজিবি সম্প্রীতির এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button