চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে ৬ তলা স্কুলের ভিত্তি স্থাপন ও মত বিনিময় সভা

ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়িতে ৬ তলা বিশিষ্ট হাজী ছালেহ আহমদ সরকারি উচ্ছ বুদ্যালয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (১৫ নভেম্বর) বিকাল ৩ টায় নাইক্ষ্যংছড়ি রেস্টহাউজে আসলে নাইক্ষ্যংছড়ি থানার একটি চৌকস দল মন্ত্রীকে গার্ড অভ ওনার প্রধান করেন। এর পর মন্ত্রী নাইক্ষ্যংছড়ি হাজী ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় সাড়ে ৬ কোটি টাকার নতুন ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন শেষে স্কুল মাঠে এক বিশাল মতবিনিময় সভায় যোগদান করবেন মন্ত্রী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক শফি উল্লাহর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায়, এই মত বিনিময় সভায় খন্ড খন্ড মিছিলে যোগদেন, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, আওয়ামী লীগ যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্র লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বীর বাহাদুর। এ সময় তিনি বলেন, দীর্ঘ সময় ধরে আপনাদের, বান্দরবানের মানুষের সেবা করেছি। আগামীতে সুযোগ পেলে নাইক্ষ্যংছড়ির উন্নয়ন অব্যাহত থাকবে। আপনারা জানেন আমি কথাই নয় কাজে বিশ্বাসী। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় বান্দরবান সহ বিভিন্ন উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। এই মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা আওয়ামিলীগের, সাধারণ সম্পাদক বাবু লক্ষী পদ দাশ,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক (বাহাদুর), অতিরিক্ত পুলিশ সুপার সৌকত,
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল আবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইমরানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। বিকাল সাড়ে ৪ টায় তিনি সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্য নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।

সংবাদ প্রেরক মোঃ ইউনুছ মোবাইল নম্বর ০১৮১৫৩৩৫০১৩

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button