চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ির মাহছন ঘোনায় খাস জমি বিক্রি ও পাহাড় কাটার মহোৎসব

মাহছন ঘোনায় খাস জমি বিক্রি ও পাহাড় কাটার মহোৎসব

মোহাম্মদ ইউনুছ,নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব বিছামারায় চলছে সরকারি খাস জমি বিক্রিও পাহাড় কাটার মহোৎসব।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাহাড়ের চুড়ায় প্রায় অর্ধ শত বাড়ি ঘর নির্মাণ করেছে পাহাড় কেটে, যাহা একটু বৃষ্টিতেই পাহাড় ধসের ঘটনা ঘটছে।

খোঁজ নিয়ে জানা যায় চলতি মাসের টানা ৪ দিনের বৃষ্টিতে পাহাড় ধসে মাটি চাপায় পড়েছে অধিকাংশ বাড়ি ঘর। আবার এদের মধ্যে দুই চার জন ছাড়া কারোর-ই নেই জাতীয় পরিচয় পত্র, নাগরিকত্বাহীন এসব মানুষেরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ জায়গায় পাহাড় কেটে নির্মাণ করেছে বাড়ি-ঘর। একই এলাকার চানো অং চাক জানান এখানে তার ৯ নং খতিয়ানের প্রথম শ্রেণির ৫ একর জমি আছে। এবং ৫৪৪ খতিয়ানের ৩ একর ৪০ শতক পাহাড় আছে, আমি কাওকে পাহাড় বিক্রি করি নাই। এখানে বসবাসরত সব্বির আহমেদ ও ছৈয়দ হোসেন জানান, আমরা মাছন থেকে স্টাম্প এর মাধ্যমে জমি কিনে ঘরবাড়ি করে বসবাস করছি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা জানান, ইতিপূর্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ পাহাড় কাটার দায়ে অনেক কে জেল জরিমানা করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। সঠিক প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button