নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো মিয়ানমারের গরু জব্দ
নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি'র কামান্ডিং অফিসার সিও, র সার্বিক দিকনির্দেশনায় ১১বিজিবি'র চৌকস একটি টিম এই অভিযান চালিয়ে প্রায় ৩৪ টি মিয়ানমারের গরু জব্দ করেছে বিজিবি।


ইউনুছ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: এই বিষয়ে নিশ্চিত করে ১১ বিজিবি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ,সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিতকতায় মহাপরিচালক,বর্ডার গার্ড বাংলাদেশ,রিজিয়ন কমান্ডার,কক্সবাজার রিজিয়ন,সেক্টর কমান্ডার, রামু এবং অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি ) এর বলিষ্ঠ দিক নির্দেশনায় (রবিবার ৫ মার্চ) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে এসব বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।
বিজিবি সুত্রে আরো জানান, সীমান্ত পথে গরু চোরাচালান রোধকল্পে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) কর্তৃক কঠোর নজরদারী ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও যেকোন মূল্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করবে।
ভবিষ্যতে মাদক ও চোরাচালান দমনে নিয়োজিত থেকে যেকোন আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে থাকবে বলে জানান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোন কমান্ডার মোঃ রেজাউল করিম।